প্রজন্ম থেকে প্রজন্ম জুলাইয়ের স্মৃতি ধরে রাখতে কাজ করা হবে। কেউ তা দমিয়ে রাখতে পারবে না। আসছে ডিসেম্বরে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিতব্য ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক অপচেষ্টা ফলাতেই একটি মহল জুলাই স্মৃতি সম্পর্কিত স্থাপনা নির্মাণের বাজেট নিয়ে প্রশ্ন তুলেছে। জনগনের দায়বদ্ধতা থেকে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যেই এমন সমালোচনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জুলাই স্মৃতি সম্পর্কিত স্থাপনা নির্মাণের বাজেট নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চলছে। বিগত সরকারের আমলে যারা শতশত কোটি টাকা আত্মসাৎ করত তারাই এখন অপপ্রচার চালাচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন