নোয়াখালীর হাতিয়া উপকূলে মাছ ধরতে গিয়ে জলদস্যুর গুলিতে মো. সোহরাব (৩৫) নামে এক জেলে আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত সোহরাব নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা শাহী আলমের ছেলে।
জানা যায়, শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে নদীতে মাছ ধরার সময় একটি ট্রলারে করে আসা জলদস্যুরা তাদের ওপর গুলি চালায়।
সহকর্মী মঞ্জু জানান, প্রতিদিনের মতো সেদিন রাতেও তারা মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ করে জলদস্যুরা হামলা চালিয়ে গুলি করলে সোহরাবের পেটে (নাভির পাশে) কয়েকটি ছররা গুলি লাগে।
পরে তাকে দ্রুত উদ্ধার করে আজ রোববার (৩১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢামেকে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আহত অবস্থায় সোহরাবকে হাসপাতালে আনা হয়েছে এবং বর্তমানে তিনি ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওপেক) চিকিৎসাধীন। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন