রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির একটি বিরল বামোশ মাছ। স্থানীয় এক ব্যবসায়ী আড়ত থেকে মাছটি ৫ হাজার টাকায় কিনে ৫ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে কুশাহাটা এলাকার জেলে করম আলীর জালে মাছটি ধরা পড়ে।
প্রায় ৩ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটি স্থানীয় বাজারে নিয়ে আসা হলে দৌলতদিয়া ঘাটের আড়তদার হালিম মণ্ডলের আড়তে উন্মুক্ত নিলাম হয়। সেখানে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫ হাজার টাকায় কিনে নেন। পরে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৫ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘বামোশ মাছ আমাদের দেশে এখন খুবই বিরল হয়ে পড়েছে। এটি বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে। এ ধরনের মাছ ধরা পড়লে তা অবমুক্ত করাই উচিত। আইন অনুযায়ী শিকার, পরিবহণ ও বিক্রি নিষিদ্ধ হলেও সচেতনতার অভাবে অনেক সময় জেলেরা ধরে ফেলে। আমরা জেলেদেরকে এই বিষয়ে আরও সচেতন করতে কাজ চালিয়ে যাচ্ছি।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন