ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

জামিন পেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ০৭:৫২ পিএম
টিএস আইয়ুব। ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ দিন কারাভোগের পর অবশেষে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।

শনিবার (৩০ আগষ্ট) তিনি কারা মুক্ত হন। বাঘার পাড়া উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম-আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মসিয়ুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, যশোর-৪ (যশোর জেলার বসুন্দিয়া ইউনিয়নসহ বাঘারপাড়া উপজেলা ও অভয়নগর উপজেলা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন টিএস আইয়ুব। তিনি অত্র এলাকার খুব জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।