ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

মেসি কি ফিরছেন ইউরোপের শীর্ষ লিগে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৬:০৬ পিএম
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

লিওনেল মেসির অর্জনের খাতা পরিপূর্ণ। ২০২২ কাতার বিশ্বকাপে বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি জিতে তিনি তার আজন্ম স্বপ্ন পূরণ করেছেন। কিন্তু ৩৮ বছর বয়সে এসেও এই কিংবদন্তি ফুটবলার তার ভেতরের ক্ষুধাটাকে মরতে দিতে নারাজ।

আর এই অদম্য ইচ্ছাই জন্ম দিয়েছে নতুন এক গুঞ্জনের। শোনা যাচ্ছে, ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে মেসি বিশ্বের শীর্ষ ৫ লিগের একটিতে ধারে খেলতে যেতে পারেন!

ইএসপিএনে আর্জেন্টিনার এক ক্রীড়া সাংবাদিক এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। আটবারের ব্যালন ডি'অর জয়ীর সম্ভাব্য এই পদক্ষেপের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ইন্টার মিয়ামির ক্লাব বিশ্বকাপ থেকে বাদ পড়া।

শেষ ষোলোতে সাবেক ক্লাব পিএসজির কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে যাওয়ায় মেসি নাকি বেশ হতাশ হয়েছেন। আর এই হতাশার জেরেই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলার আকাঙ্ক্ষা তার মনে জন্মেছে।

গুঞ্জন সত্যি হলে, মেসি জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লেখাতে পারেন। যদিও কোন ক্লাবে তিনি যাবেন, তা এখনো অস্পষ্ট। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজের খেলার মান ধরে রাখাও মেসির এই সিদ্ধান্তের পেছনে একটি বড় কারণ।

তবে, ইন্টার মিয়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি এ বছরই শেষ হচ্ছে। ডেভিড বেকহ্যামের সহ-মালিকানাধীন ক্লাবটি আশা করছে, মেসির সঙ্গে তারা নতুন করে ২ বছরের চুক্তি করতে পারবে।

কিন্তু যদি ধারে যাওয়ার গুঞ্জন সত্যি হয়, তবে মেসির ভবিষ্যৎ নিয়ে একটি অনিশ্চয়তা দূর হবে।

এর অর্থ দাঁড়াবে, বড় কোনো চোট বা দুর্ঘটনা না ঘটলে ২০২৬ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার নেতৃত্ব দেবেন স্বয়ং লিওনেল মেসি।