শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৩:১৩ পিএম

ভারত কিসের অহংকার করে, প্রশ্ন রিজভীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৩:১৩ পিএম

ভারত কিসের অহংকার করে, প্রশ্ন রিজভীর

ছবি, রূপালী বাংলাদেশ

ভারত কিসের অহংকার করে এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যে দেশের মানুষ এখনো রেললাইন, জঙ্গলে প্রকৃতির কাজ সারে অথচ আমাদের দেশে ১০০ পার্সেন্ট স্যানিটাইজেশন। জনতার বিপ্লবের মুখে যখন হাসিনা পালিয়ে গেলেন সেই হাসিনাকে আবার দেশে প্রবেশ করানোর জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে ভারতের শাসক। এটা আগ্রাসন ছাড়া আর কিছু বলা যায় না।

রোববার (৮ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন , অবিচারমূলক প্রোপাগান্ডা ও অপপ্রচার চালাচ্ছে ভারত। এদের আগ্রাসনের বিরুদ্ধে মনে যে আগুন জ্বলছে, এই আগুন দ্রোহের, এই আগুন আগ্রাসনের প্রতিবাদে। এ আগুন শুধু দুই হাতে পরাভয় নয় , এই আগুনে একদিন দুই হাতে অস্ত্র তুলে নিয়ে আমার স্বাধীনতা, আমার পতাকা, আমার ভূখণ্ডকে আবার রক্ষা করতে হবে।

ভারত কিসের অহংকার করে এমন প্রশ্ন দেখে তিনি বলেন, যে দেশের মানুষ এখনো রেললাইন জঙ্গলে প্রকৃতির কাজ সারে অথচ আমাদের দেশে ১০০ পার্সেন্ট স্যানিটাইজেশন। জনতার বিপ্লবের মুখে যখন হাসিনা পালিয়ে গেলেন সেই হাসিনাকে আবার দেশে প্রবেশ করানোর জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে ভারতের শাসক। এটা আগ্রাসন ছাড়া আর কিছু বলা যায় না। ভারত নিজেদেরকে যতই সেকুলার ভাবুক, অসাম্প্রদায়িক ভাবুক , তারা কট্টর হিন্দুত্ববাদী এবং বিদ্বেষী। এরা বাংলাদেশের মানুষকে মোটেও পছন্দ করে না।

রিজভী বলেন, আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ। সুশৃঙ্খলভাবে আমরা এই পদযাত্রা করবো। ভারত নানা ধরণের ষড়যন্ত্র করছে। আমরা শান্তির পক্ষে।

তিনি বলেন, ভারতের মন ভালো নেই। কারণ তাদের সঙ্গে ভুটান নেই, নেপাল নেই। কেউ তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। এখন বাংলাদেশকে নিয়েও তারা ষড়যন্ত্র করছে।

ভারতের ভিসা দেওয়া বন্ধ করার প্রসঙ্গ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কোনো লাভ নেই। ভিসা বন্ধ করে তো আমাদের উপকারই করেছে ভারত। ডলার পাচার হবে না। অনেক টাকা চলে যেত ভারতে যেতে আসতে। এখন টাকাও যাবে না। আর ভোগ্যপণ্য না দিলে দেশের মানুষ বেশি পরিশ্রম করে ফসল উৎপন্ন করবে। আমাদের রিজার্ভ বাড়বে। এতে আমাদের লাভই হলো। সীমান্ত বন্ধ করলে আমাদেরই লাভ, তাহলে ভারত থেকে ফেনসিডিল, ইয়াবা আসবে না। আমাদের যুব সমাজকে রক্ষা করা যাবে।

ভারতের লোকজন বাংলাদেশের ইলিশের জন্য তাকিয়ে থাকে এমন ইঙ্গিত দিয়ে রিজভী বলেন, আমাদের সুস্বাদু ইলিশের জন্য সবাই তাকিয়ে থাকে। ইলিশ নেন কেন? আসলে ভারত সবসময় বিদ্বেষ ছড়ায়। এরা বাংলাদেশকে সহ্য করতে পারে না।

ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা শুরু: আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছে বিএনপির ৩ সংগঠন।

রোববার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। পদযাত্রা শেষে ভারতীয় হাইকমিশনকে স্মারকলিপি দেওয়া হবে। পদযাত্রায় অংশ নিয়েছে দলটির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা।

পদযাত্রায় নেতাকর্মীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ’, ‘এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘‘স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়’, ‘বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়’, ‘সবার উপরে দেশ, আমার প্রিয় বাংলাদেশ’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এ কর্মসূচির ডাক দিয়েছে। প্রতিবাদী পদযাত্রা নিয়ে ভারতীয় দূতাবাসে যাবে। সেখানে স্মারকলিপি দেবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ  অন্যান্য নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশ নিয়েছেন।

আরবি/এস

Link copied!