ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

জনগণকে সঙ্গে নিয়ে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই হবে: ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৮:৩৬ এএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের আন্দোলন নস্যাৎ করতে এবং বিরোধী নেতাকর্মীর মধ্যে ভীতি সঞ্চার করতেই সরকার ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। তবে অবৈধ সরকারের সব ধরনের দমনপীড়ন উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বিএনপি নেতাকর্মীরা।

শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুল আলম নিরব সব মামলায় জামিনে মুক্ত হওয়ার পর ফের নতুন মামলায় গ্রেপ্তার করে কারান্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী সরকার দেশ থেকে বিরোধী দল ও মতকে ধ্বংস করে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে মরিয়া। নিরবের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান তিনি।