ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫

‘শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৫:৪৫ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (৬ মে) সকালে চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) সকাল ১০টা ৪২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জাহিদ হোসেনও।

রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ বলেন, ‘ইনশাআল্লাহ, তারেক রহমানও অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন।’

তিনি আরও বলেন, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন। ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার তাকে দেশে ফিরতে দেয়নি। এখন তিনি এসেছেন। সময় বলবে তিনি কত দিন থাকবেন। তবে তিনি ফিরে গিয়ে পরিবারের সঙ্গে দেশে স্থায়ীভাবে আসবেন।’

সম্প্রতি তারেক ও জোবাইদার একমাত্র কন্যা জাইমা রহমান যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসা শেষে দেশে ফিরে আসা সাবেক এই প্রধানমন্ত্রী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডা. জাহিদ বলেন, ‘১৭ ঘণ্টার দীর্ঘ ভ্রমণের কারণে শারীরিকভাবে কিছুটা ক্লান্ত হলেও মানসিকভাবে খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ আছেন। আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান।’

দেশে ফিরে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার রক্ষায় খালেদা জিয়ার ভূমিকা আরও সক্রিয় হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।