ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

বিএনপি কি মনে করে জুলাই অভ্যুত্থান সাংবিধানিক সংকট, প্রশ্ন তারিকুলের

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৪:০৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির যুব শাখার যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম। ছবি-সংগৃহীত

বিএনপি জুলাই গণ-অভ্যুত্থানকে সাংবিধানিক সংকট মনে করে কি না সেটা জনতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখার যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

 

পোস্টে তারিকুল লেখেন, ‘সাংবিধানিক সংকটের আলাপ দিয়ে রাষ্ট্রপতি টিকিয়ে রাখা বিএনপির জন্য আজ ফ্যাসিস্ট সহযোগী আব্দুল হামিদকে এয়ারপোর্টে রাষ্ট্রপতি চুপ্পুর পাওয়ারে পালিয়ে যাওয়ার দৃশ্য দেখতে হলো। স্পষ্টতই রাষ্ট্রপতিকে টিকিয়ে রাখা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের সঙ্গে গাদ্দারি।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘বিএনপি কি এখনো মনে করে রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ সাংবিধানিক সংকট? যদি হয়েই থাকে তাহলে প্রধান বিচারপতি অপসারণ কেন সাংবিধানিক সংকট হলো না? জুলাই গণ-অভ্যুত্থানকেও কি তারা সাংবিধানিক সংকট মনে করে?’