ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

‘শাহবাগে প্রদর্শনী হবে ‘জুলাই গণহত্যা’র তথ্যচিত্র’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৭:৩৮ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি। ছবি- সংগৃহীত

শাহবাগে জায়ান্ট স্ক্রিনে শুক্রবার (৯মে) "রাত ৮টা থেকে 'জুলাই গণহত্যা'র ডকুমেন্টারি প্রদর্শনী শুরু হবে।  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি।

পোস্টে হাদি লিখেন, ‘রাত ৮টা থেকে শাহবাগে জায়ান্ট স্ক্রীনে জুলাই গণ'হ'ত্যা'র ডকুমেন্টারি দেখানে শুরু হবে ইনশাআল্লাহ।’

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেড করেছেন ছাত্র-জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।

শুক্রবার (৯ মে) বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা। এর ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।অবরোধ কর্মসূচিতে ছাত্র জনতার পাশাপাশি জুলাই আগস্টে নিহতদের পরিবার ও আহতরা অংশ নিয়েছেন।