ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞাকে সাধুবাদ বিএনপির

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০২:১৮ পিএম

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিএনপি। রোববার (১১ মে) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র মানে না, তাদের ডিএনএতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আওতায় আনতে আইন সংশোধন এবং তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞাকে বিএনপি সাধুবাদ জানায়। 

তিনি আরও বলেন, বিএনপিকে  শাহবাগে যেয়ে কথা বলতে হবে কেন। কয়েক মাস আগেই প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছে বিএনপি। আমাদের পরামর্শ যথাসময়ে আমলে নিলে এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো না।
 
সালাউদ্দিন আহমেদ বলেন, ঐতিহাসিক ঘটনাকাল বাংলাদেশে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগের বিচার অন্তর্ভুক্ত করায় সরকারকে স্বাগত জানাই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জাতির আকাঙ্ক্ষার প্রতি বিএনপির শ্রদ্ধা।

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়াতন্ত্র করেছে অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘দলটির বিচারে যাতে দেশি বিদেশি কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে।