রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সংস্কৃতি, প্রচার ও প্রকাশনা সেল গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা দুটি পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আখতার হোসেনের অনুমোদনক্রমে সংস্কৃতি সেল গঠিত হলো।
সংস্কৃতি সেলের সম্পাদক করা হয়েছে লুৎফল রহমান। সহ সম্পাদক করা হয়েছে সৈয়দা নীলিমা দোলাকে। এছাড়াও সদস্য হিসেবে আছেন আরও ৬ জন।
অন্যদিকে প্রচার ও প্রকাশনা সেলের সম্পাদক হয়েছেন মোহাম্মদ মিরাজ মিয়া। সহ-সম্পাদক হয়েছেন এম এম শোয়াইব। এছাড়া সদস্য হয়েছেন খান মুহাম্মদ মুরসালীন, মো. আব্দুল মুনঈম, সৈয়দা নীলিমা দোলা, এহসানুল মাহবুব জুবায়ের, আরজু আহমাদ, আসিফ মোস্তফা জামাল এবং খালেদ সাইফুল্লাহ জুয়েল।
আপনার মতামত লিখুন :