স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাদা দল আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তিনি।
মঈন খান বলেন, ‘গ্রাম-গঞ্জের স্কুল কিন্তু সরকারি হয়েছে ঠিকই। তবে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে যায় না। এ জন্য তারা দায়ী নয়।’
তিনি বলেন, মানুষ শিক্ষিত হলে সরকারকে প্রশ্ন করবে, তাই পতিত স্বৈরাচারী সরকার ১৮ কোটি মানুষের মুখ বন্ধ রেখেছিল।’
‘দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশের শিক্ষার উন্নয়নে অসংখ্য অবদান রয়েছে। তিনি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন। যার সুফল দেশবাসী পেয়েছে।’
এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ভারতের সঙ্গে স্বাধীন পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।’
এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘নিজের যোগ্যতায় তারেক রহমান নিজেকে বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন