ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে রণক্ষেত্র, পুলিশ সুপার কার্যালয়ে এনসিপি নেতারা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৩:৪২ পিএম
ছবি- সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে আবারও হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। পুলিশ বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

এ সময় এনসিপির নেতাকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে এনসিপির নেতাকর্মীদের গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে রাখা হয়।

এর আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় (ইউএনও) গাড়িবহরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটান নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ওই সময় সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদেরও মারধর করে তারা।