জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই হামলার প্রতিবাদে রাতেই বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা। এর আগে সন্ধ্যায় একই স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন