সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার রক্তাক্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তারই ছেলে বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন, যা রীতিমত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই পোস্ট দেন তিনি।
পোস্টটি রূপালী বাংলাদেশের পাঠকদের জন্য হুবহু তুলে হলো:
সাদেক হোসেন খোকা।
৭১ এ পাকিস্তানিদের কাপিয়ে দেওয়া গেরিলা যোদ্ধা খোকা।
২০১১ সালে ছাত্রলীগের হাতে রক্তাক্ত হলেন।
হাসিনা সংসদে দাঁড়িয়ে অশ্লীল ভংগিতে বলল, গরুর রক্ত মেখে নাটক করছে খোকা।
এই বীর মুক্তিযোদ্ধা ক্যান্সার অবস্থায় জেলে গেছেন, দেশে ইভেন মরার সুযোগটাও পান নাই।
তখন কয়জন বিবৃতি দিয়েছিলেন?
একজন মুক্তিযোদ্ধার রক্ত দেখে কয়জন কষ্ট পেয়েছিলেন?
তখন ৭১ এর অবমাননা হয় নাই?
তখন মুক্তিযুদ্ধের অবমাননা হয় নাই?
নাকি শুধু লতিফ সিদ্দিকে বকা দিলেই ৭১ হার্ট হয়?
আর খোকাদের মেরে ফেললেও ৭১ এর চেতনা অক্ষত থাকে?
এই বাংলাদেশে স্বাধীনতার ঘোষককে রাজাকার বলা হয়েছে।
স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, নোংরা কথা বলা হয়েছে।
তখন মুক্তিযুদ্ধের অবমাননা হয় নাই?
তখন কেন বিবৃতি আসে নাই?
মুক্তিযুদ্ধ আমাদের সবার, এই সবার মুক্তিযুদ্ধকে আমরা ঔন করি।
আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমাদের ৭১ কে সমুন্নত রাখব।
কিন্তু যেই মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট আওয়ামী লতিফ সিদ্দিকীর জন্য দরদ উথলে পড়ে,
আর যে চেতনা সাদেক হোসেন খোকার রক্তকে হালাল কইরা দেয়, সেই চেতনা মুক্তিযুদ্ধের চেতনা না, আওয়ামী চেতনা।
এই আওয়ামী চেতনাকে আমরা এই দেশে আর কোনোদিন ফেরত আসতে দেব না। লাউড অ্যান্ড ক্লিয়ার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন