আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে বাংলাদেশ গভীর সংকটে নিমজ্জিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন মাহমুদুর রহমান মান্না। আলোচনা সভাটি আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
মান্না বলেন, ‘নির্বাচন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধ করতে হলে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে একত্র করতে হবে। না হলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়ংকর পরিণতি ভোগ করতে হবে।’
তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সহিংস ঘটনা, প্রশাসনের নীরবতা এবং সন্ত্রাসী শক্তির দাপট দেখা গেল। তিনি বলেন, একটা ছোট্ট ঘটনা নিয়ে চট্টগ্রামে দুই ছাত্র আইসিইউতে ভর্তি, যেকোনো সময় মৃত্যু হতে পারে। অথচ পুলিশ সেখানে যায়নি, পরে সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। প্রশাসনের এমন উদাসীনতা নির্বাচনের জন্য বিপজ্জনক বার্তা বহন করছে।’
সরকারের প্রতি জনগণের আস্থা ক্রমেই হ্রাস পাচ্ছে বলে জানান মান্না। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ড. ইউনূসকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তিনি যদি সব দলকে একত্র করতে না পারেন, তাহলে দেশের মানুষ আশা হারাবে।’
বিএনপি প্রসঙ্গে মান্না বলেন, ‘ভালো নির্বাচনের জন্য বিএনপিরও দায়িত্ব নিতে হবে। শুধু অভিযোগ করে কাজ হবে না। এত বহিষ্কার আর অভিযোগের রাজনীতি মানুষকে আস্থা দিতে পারছে না। দেশের মানুষ এখন নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা চায়। বিএনপির দায়িত্ব হলো তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে চায়, তা প্রমাণ করা।’