বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সম্প্রতি মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানের বছর দুয়েক আগেকার একটি ছবি নিয়ে বেশ কয়েকটি নিউজ পোর্টাল ও ফেসবুকে একটি অসত্য নিউজ করা হয়। এতে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মাঝে নানানরকম প্রতিক্রিয়া শুরু হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিএনপির পল্টন অফিসের একটি সূত্রে জানা যায়, রাজনগর বিএনপির এক নেতার মাধ্যমে কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি ইদ্রিস আলীর মাধ্যমে ওই নিউজটি বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেখান থেকেই পরবর্তী সময়ে বেশ কয়েকটি নিউজ প্রোর্টালসহ সোশ্যাল মিডিয়ায় এই সংবাদটি প্রকাশিত করা হয়।
যুক্তরাজ্য লন্ডন বিএনপির একাধিক নেতার মাধ্যমে জানা যায়, ওই নিউজটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এম নাসের রহমানের কোনো ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়নি। এটা সম্পূর্ণভাবে অসত্য অপপ্রচার। কে বা কারা এ ধরনের অসত্য সংবাদ প্রকাশিত করেছে সেই বিষয়টি তদন্তের মাধ্যমে বের করে অপপ্রচারের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান।
এদিকে বিষয়টি নিয়ে এম নাসের রহমান তার ভেরিফাই ফেসবুক আইডিতে তার একটি মন্তব্য তুলে ধরেন। এতে নাসের রহমান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমার একটি পুরাতন ছবি দিয়ে অসত্য সংবাদ অপপ্রচার চালানো হয়েছে। যখন হঠাৎ সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়, যা আমাকে হতবাক করে।
এম নাসের রহমান রূপালী বাংলাদেশকে জানান, একটি মহল নিজেদের স্বার্থ হাসিল করতে আমার একটি পুরাতন ছবি নিয়ে নানা ধরণের মন্তব্য করেছেন।
নাসের রহমান জানান, প্রকৃতপক্ষে আমার যে ছবিটি নিয়ে সমালোচনা ও সংবাদে প্রকাশ করে নিউজ করা হয়েছে সে ছবিটি তিন বছর আগের। আমি এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের আমন্ত্রণে গত ৭ সেপ্টেম্বর যুক্তরাজ্য যাই এবং সেখানে স্মৃতি পরিষদের আয়োজনে আমার মরহুম বাবা এম. সাইফুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে গতকাল ১১ সেপ্টেম্বর সকালে দেশে ফিরে আসি।
তিনি বলেন, ওই সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে আমার কোন বৈঠক হয়নি। কিন্তু কতিপয় নিউজ পোর্টাল ও ফেসবুক ব্যবহারকারী উনার সঙ্গে সাক্ষাতের একটি কাল্পনিক নিউজ করেন আমাকে নিয়ে, যা আমাকে হতবাক করেছে। এ ব্যপারে আমার কোন বক্তব্য নেই। এ ধরনের অসত্য প্রচার ও ‘সংবাদ’ প্রকাশ না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি। অন্যথায় কেউ অপপ্রচার করলে আমার ব্যক্তিগত সুনাম ধরে রাখতে তার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।

 
                             
                                    -20250913133841.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন