ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন : রিজভী

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৩:৪৪ পিএম
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত

আওয়ামী লীগ থেকে বের হয়ে আসা ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, বিএনপি আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত দলের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম চালাবে। এবার এক কোটিরও বেশি নতুন কর্মী যুক্ত করার পরিকল্পনা রয়েছে।


 
তিনি আরও বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা একসময় আওয়ামী লীগ করেছেন, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, টাকা পাচার- এগুলো পছন্দ করেননি। যারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা দলে আসতে পারবেন না কেন?

বিএনপির এই নেতা বলেন, আমরা চাচ্ছি সমাজের ফ্রেশ মানুষ, তিনি যেকোনো শ্রেণি-পেশার হতে পারেন, বিএনপিতে যোগ দিতে পারবেন।
 
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রাথমিক সদস্পযদের জন্য এবার একটি আবেদনপত্র থাকবে। এই আবেদনপত্রের বিষয়ে বিএনপির গঠনতন্ত্রে বর্ণনা করা আছে।

তিনি বলেন, এবার প্রাথমিক সদস্য হওয়ার জন্য ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করে রসিদ নিয়ে যাবেন। এরপর চূড়ান্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে সদস্যপদ দেওয়া হবে।