রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে হামলা ও ভাঙচুরের ঘটনায় যুবদল নেতা মনির হোসেন খানের বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার বিষয়ে বনানী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সুব্রত জানান, রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় মনির হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বনানী থানায় দায়ের করা লিখিত অভিযোগে হোটেলটির ম্যানেজার আবু বক্কর সিদ্দিক উল্লেখ করেন, গত ৩০ জুন রাত ৮টা ৫ মিনিটে মনির হোসেন রেস্টুরেন্টে এসে ভিআইপি রুম চাইলেও খালি না থাকায় তা দেওয়া সম্ভব হয়নি। পরে তিনি সাধারণ টেবিলে বসে খাবার ও পানীয় অর্ডার করেন এবং নিজেকে স্থানীয় যুবদল নেতা দাবি করে ডিসকাউন্ট দাবি করেন। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ডিসকাউন্ট দিলেও যাওয়ার সময় তিনি ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়ে যান।
এরপর রাত ৮টা ৪০ মিনিটে লিটন নামের এক ব্যক্তি ২০-২৫ জন সঙ্গী নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করেন। তিনি নিজেকে মনিরের লোক পরিচয় দিয়ে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলাকারীরা কর্মীদের হুমকি দিয়ে বলেন, বিষয়টি পুলিশকে জানালে আবারও হামলা হবে। এ সময় প্রায় ১০ লাখ টাকার মালামাল ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হয়।
বনানী থানার তদন্ত কর্মকর্তা মো. এমদাদুল হক এমদাদ বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।’

এ বিষয়ে যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেন, ‘মনিরের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, চলতি বছরের ২০ জানুয়ারি বনানীর জল খাবার রেস্টুরেন্টে চাঁদা না দেওয়ায় যুবদল নেতা মনির হোসেন খান ও বিএনপির ২০ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মিজানুর রহমান আক্তারের নেতৃত্বে হামলা হয়।
সাম্প্রতিক ঘটনায় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘বনানীর রেস্টুরেন্টে হামলার ঘটনায় মনির হোসেন ন্যক্কারজনক অপরাধ করেছেন। এ ধরনের কর্মকাণ্ড যুবদল সমর্থন করে না। তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থার জন্য পুলিশকে জানানো হয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন