ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

‘যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক নির্বাচন চায়’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৭:০৬ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি- সংগৃহীত

নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তারাই সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থার দাবি তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (৫ জুলাই) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক রাজনৈতিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘যারা নির্বাচনে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত হবে, তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষ নিচ্ছে। তারা বলে, বিএনপি শুধু 'নির্বাচন, নির্বাচন' করে। অথচ নিজেরা জানে নির্বাচনে কী পরিণতি তাদের অপেক্ষায় আছে।’

ছাত্র রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রদের একটি দল বারবার বলছে, নির্বাচনে যাবে না, যদি মৌলিক সংস্কার না হয়। তারা বলছে, বর্তমান নির্বাচন কমিশন থাকলে নির্বাচনে যাবে না। তাহলে নির্বাচন করবে কীভাবে? সেটাই যদি বলে, আমরা পরামর্শ দিতে পারি।’

তিনি আরও বলেন, ‘চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলত। এখন কেউ কেউ সেই 'চেতনা' নিয়ে রাজনীতি করছেন। কিন্তু মনে রাখতে হবে, চেতনা বিক্রির পণ্য নয়। জুলাইয়ের ইতিহাসের অংশীদার শুধু আপনারা নন, বিএনপির নেতাকর্মীরাও ছিলেন। তাদের অবদান ভুলে গেলে চলবে না।’

সালাহউদ্দিন উদাহরণ দিয়ে বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে কিছু দল সম্প্রতি সমাবেশ করেছে। তারা নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই জায়গাতেই সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা চায়। এমনকি যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে, তারাও এখন সংখ্যানুপাতিক ব্যবস্থার কথা বলছে।’

সরকার ও তার ঘনিষ্ঠদের উদ্দেশে বিএনপি নেতা বলেন, ‘সংস্কার ও বিচারের নামে যে টালবাহানা চলছে, তা মূলত বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার পরিকল্পনা। কিন্তু এই স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্ন হয়েই থাকবে। দেশের জনগণ আর প্রতারণা সহ্য করবে না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। প্রয়োজনে গণতন্ত্র রক্ষার জন্য আবারও রাজপথে নামতে হবে।’