দেশের অর্থনীতির ভয়াবহ অবস্থা তুলে ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তিনি বলেন, ‘এটা শুধু মুখের কথা নয়, সামনে দুর্ভিক্ষ হয় কি না, এটা এখন মানুষের মনে মনে। দুর্ভিক্ষের আলামত যদি আমরা দেখতে পাই, শুনতে পাই, তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দেবে না।’
শুক্রবার (১১ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুসের রোগমুক্তি কামনায় দুস্থদের মাঝে জায়নামাজ বিতরণ করা হয় সেখানে।
রিজভী বলেন, ‘আজ অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কর্মহীন হচ্ছে। মানুষ যদি খাবার কিনতে না পারে তাহলে দুর্ভিক্ষের আলামত তৈরি হবে। আর এই আলামত তৈরি হলে কেউ রেহাই পাবে না, হাততালি দেবে ওই পতিত ফ্যাসিস্টরা।’
তিনি আরও বলেন, ‘জনগণের সরকার থাকলে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। কিন্তু এখন সেই জবাবদিহিতা নেই। অর্থনীতির এই বিপর্যয় আমাদের চোখের সামনে। সরকার ইচ্ছা করলে দুর্নীতিপরায়ণ দোসরদের বাদ দিয়ে প্রশাসক নিয়োগ করে গার্মেন্টস চালাতে পারে, শ্রমিকদের কর্মসংস্থান রক্ষা করতে পারে।’
গণতন্ত্র ও সংস্কারের বিষয়ে রিজভী বলেন, ‘আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছি-মানবিক সাম্য, ন্যায়বিচার, আইনের শাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটা একটি চলমান প্রক্রিয়া। বিএনপির ৩১ দফার মধ্যেই অনেক সংস্কারের প্রস্তাব আছে। তাই বিভ্রান্তি ছড়িয়ে মূলনীতির মধ্যে সংস্কার ঢোকানোর চেষ্টা জনগণকে বিভ্রান্ত করছে।’
তিনি দাবি করেন, ‘জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফেরত দিতে হবে। সেটাই সবচেয়ে বড় কাজ। ১৬ বছর ধরে শেখ হাসিনা সেই দরজায় খিল দিয়ে রেখেছেন। এখন সেই বন্ধ দরজা খুলতে হবে।’
অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে রিজভী বলেন, ‘আমরা এই সরকারকে জনসমর্থিত মনে করি। কারণ সব রাজনৈতিক দল—আওয়ামী লীগ ও তাদের দোসর বাদে—এই সরকারের পক্ষে রয়েছে। ড. ইউনূস সাহেবকে আমরা সবাই সমর্থন করে যাচ্ছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি ড. শফিকুল ইসলাম, মহাসচিব ড. এমতাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহহিল মাছুদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :