ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

‘ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন, আপা আর আসবে না’

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৪:২৭ পিএম
চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। ছবি- সংগৃহীত

গণঅভ্যুত্থানের পক্ষে থাকা জনগণ ও অংশগ্রহণকারী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন, আপা আর আসবে না।’

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে এসপি সাইফুল বলেন, ‘শত্রুরা আবার আসার প্রস্তুতি নিচ্ছে। মনে রাখতে হবে, এটা তাদের সাইবার ওয়ার প্যানেলের অংশ। এটি প্রতিহত করার দায়িত্ব আপনাদেরই। কখনোই আপনাদের ভাইদের ভুল বুঝবেন না। একসঙ্গে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন, তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। কেউ আপনাদের পরাজিত করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আমরা যারা প্রশাসনের লোক, তারাও তখন একই পরিণতির শিকার হব। যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চান এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে মুক্ত রাখতে চান তবে একমাত্র উপায় হলো ঐক্য। ষড়যন্ত্রকারীদের স্পষ্ট করে জানিয়ে দিন, আপা আর আসবে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।