‘অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের সরকার। আপনারা কোনো ব্যক্তির সরকার না, এ দেশের জনগণ আন্দোলন করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আপনাদের আমলে কারা আবার নতুন করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম আপনাদের প্রকাশ করতে হবে। কী কারণে তারা নির্বাচন বানচাল করতে নানান অজুহাত সৃষ্টি করছে সেটিও জাতিকে জানাতে হবে’ বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নবীন দল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘দেরিতে হলেও আপনারা ঘোষণা দিয়েছেন যে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এটি ইতিবাচক পদক্ষেপ। এ জন্য আমরা ধন্যবাদ জানাই। তবে এর মধ্যেই ষড়যন্ত্রকারীরা নতুন করে তৎপরতা শুরু করেছে। তারা বিএনপিকে ‘নব্য ফ্যাসিবাদী’ বলে অপপ্রচার চালাচ্ছে। আমি তাদের সতর্ক করে দিতে চাই—বিএনপি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বিএনপি স্বাধীনতার ঘোষকের দল এবং একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। এসব অপপ্রচার ও ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।’
তিনি অভিযোগ করেন, কিছু প্রভাবশালী আমলা ও প্রশাসনিক কর্মকর্তার হাতে এখনো শেখ হাসিনার প্রভাব রয়ে গেছে, যা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অন্যতম প্রধান কারণ।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার সরকার। সেই প্রত্যাশা পূরণের জন্য নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় দায়িত্ব।’
নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :