নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে রাজনপন্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি মালঞ্চি বাজার থেকে শুরু হয়ে দয়ারামপুর ও চাঁদপুর এলাকা প্রদক্ষিণ শেষে মালঞ্চি রেলগেটে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুতুলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।
বিক্ষোভে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মান্নাফ, যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ দুলাল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করে বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে নাটোর-১ আসনে ‘সিন্ডিকেট ও চাঁদাবাজদের’ সমর্থনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
তাদের দাবি, ডা. রাজন এ অঞ্চলের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। তাই ঘোষিত প্রার্থী পুতুলের মনোনয়ন বাতিল করে ডা. রাজনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের চারটি আসনের মধ্যে তিনটিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
তবে, নাটোর-১ আসনে প্রার্থী ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মাঝে বিরোধ সৃষ্টি হয়েছে, যা ঘিরে চলছে বিভিন্ন কর্মসূচি ও প্রতিবাদ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন