রবিবার, ০৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ১০:৪৪ পিএম

সুষ্ঠু নির্বাচন ও ন্যায় প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির বিকল্প নেই: জামায়াতের আমির

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ১০:৪৪ পিএম

ফেনীতে রুকন সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

ফেনীতে রুকন সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদ প্রতিরোধে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় পিআর (প্রো-পোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন প্রয়োজন।’

শনিবার (৫ জুলাই) ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত রুকন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। আমরা আমাদের সন্তানদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না এবং কাউকে তা করতে দেব না। যতদিন ফ্যাসিবাদ থাকবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ক্ষমতার জন্য লড়ি না। আমাদের লক্ষ্য ন্যায় ও ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গড়া।’

পুলিশ প্রশাসন নিয়ে কথা বলতে গিয়ে ডা. শফিক বলেন, ‘২৩২টি থানায় আমরা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। পুলিশ সদস্যদের বলব, আপনারা জনগণের পুলিশ হয়ে কাজ করুন।’

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. আবদুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও মোহাম্মদ শাহজাহান। সভাপতিত্ব করেন ফেনী জেলা আমির মুফতি মাওলানা আবদুল হান্নান এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম।

বক্তৃতা করেন জামায়াত মনোনীত ফেনী-২ আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী, ফেনী-১ এর প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন ও ফেনী-৩ এর প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক।

এর আগে শনিবার সকাল ৭টায় ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়ে কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়নি। ১৪, ১৮ ও ২৪ নির্বাচনের আলামত আবারও দেখা যাচ্ছে। এবারে যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবারও রক্ত দিয়ে তা রক্ষা করবে। কেউ অন্যায় করলে ছাড় পাবে না।’

এ পথসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-৬ আসনে মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। পরিচালনা করেন কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাহবুবর রহমান।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগরীর নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা-৮ আসনের প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন ও নাছির আহম্মেদ মোল্লা।

ফেনীর রুকন সম্মেলনে যোগদানের পথে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথসভাগুলোতে জামায়াত আমির সরকারের নির্বাচনপদ্ধতি, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরেন।

Shera Lather
Link copied!