হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল বর পলাশকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের মৃত আ. গফুরের ছেলে।
শনিবার রাতে কাশিনগর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ইন্সপেক্টর গোলাম মোস্তফা উপজেলার ধর্মঘর বাজারে অভিযান চালিয়ে তাকে প্রেপ্তার করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, সে ৪ আগস্ট ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ছাত্র জনতা ওপর হামলা, মারধোর, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িত ছিল।
বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সন্ত্রাসী গ্রুপকে সংগঠিত করার কাজে সক্রিয় ভুমিকা পালন করে আসছিল।


