বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটে মঞ্চেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দল তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, গুরুতর কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি। পরে চিকিৎসা শেষে সন্ধ্যায় হাসপাতাল ত্যাগ করেন জামায়াত আমির।
জামায়াত আমির বলেন, ‘আমার খারাপ লাগছে যে, এত বড় আয়োজনে আপনারা সারা দিন ছিলেন, কিন্তু আমি জাতির জন্য মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি। এটা আল্লাহর ইচ্ছা। এরপরও শেষমেষ দুটি কথা বলার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও সুযোগ হবে কথা বলার।’
তিনি আরও বলেন, ‘দেশ-বিদেশে যারা আমার এ সাময়িক অবস্থায় উদ্বিগ্ন হয়েছেন, সহানুভূতি জানিয়েছেন, দোয়া করেছেন, তাদের সবাইকে সালাম ও কৃতজ্ঞতা জানাই। শুধু দোয়া করবেন, যতদিন বেঁচে থাকি আল্লাহ যেন মানুষের কল্যাণেই বাঁচিয়ে রাখেন। আমার দ্বারা দেশ ও জাতির যেন কোনো ক্ষতি না হয়।’
এর আগে জাতীয় মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা চরম উদ্বেগে পড়ে যান। পরবর্তীতে হাসপাতাল সূত্রে জানানো হয়, তার অবস্থা স্থিতিশীল এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।