বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণ সন্তুষ্ট নয় বরং ক্ষুব্ধ, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুরের মমিনপুরে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানী ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে নিহত রংপুরের জামায়াত নেতা শাহ আলমের কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ যেভাবে চলছে তাতে সাধারণ মানুষ হতাশ ও ক্ষুব্ধ। একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গড়তে হবে। জামায়াতে ইসলামী নিজে দুর্নীতি করবে না এবং কাউকে দুর্নীতি করতেও দেবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, কৃষক ও শ্রমিকদের অধিকারের জন্য। জনগণের সম্মান, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’
উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে শাহ আলম নামের এক নেতা নিহত হন। এরপর দলটি দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
এর আগে বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেছেন, যেখানে দুর্নীতি, সেখানেই প্রতিবাদ করা হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে। পেছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক জামায়াত তার চেয়েও বেশি শক্তিশালী হবে। এই সংগঠন কোনো জালিমকে ভয় করে না।
তিনি আরও বলেন, ‘আল-কুরআন মানবজাতির শ্রেষ্ঠ গ্রন্থ। কুরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। দুর্নীতিবাজের অস্তিত্বও দেশে থাকতে দেব না।’