ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

ছাত্রদল কী ছাত্রলীগের রূপে ফিরতে চায়-প্রশ্ন সারজিসের

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০১:২৯ এএম
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি- সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ নেতা’ আখ্যা দিয়ে আটক করার জেরে শিক্ষক ও বামঘরানার ছাত্র সংগঠন বাগছাস নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে জবি ছাত্রদলের হামলার ঘটনার একটি সংবাদ শেয়ার করে লেখেন- ‘ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়?’

সারজিস আরও লেখেন, ‘ছাত্রদল কি ছাত্রলীগের শূন্যস্থান পূরণ করতে চায়? এক সময় ছাত্রলীগ যেভাবে যাকে-তাকে শিবির ট্যাগ দিত, এখন ছাত্রদলও একজন সম্মুখসারির আন্দোলনকারীকে ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করে হামলা চালাচ্ছে।’

সারজিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের ঘণ্টা বাজতে শুরু করেছিল। আজ যদি বিএনপি ছাত্রদলকে নিয়ন্ত্রণে না রাখে, তাহলে তারাও একই পরিণতির দিকে এগিয়ে যাবে।’