ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক ফ্যাসিবাদি শাসক শেখ হাসিনা।এর এক বছর পূর্তিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। এরই অংশ হিসেবে ‘ডু ইউ মিস মি’নাম দিয়ে একটি ড্রোন শো অনুষ্ঠিত হয়।
সেই ড্রোন শো-এর একটি অংশ উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে শেয়ার করেন। যাতে লেখা ‘আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করতো এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে।’ পোস্টের ক্যাপশনে লেখেন, ‘সেল্ফ ক্রিটিক’।
প্রসঙ্গত, সোমবার (৪ আগস্ট) অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টকে ঘিরে সমালোচনা তৈরি হলে তা পরবর্তীতে সরিয়ে ফেলা হয়। এ ঘটনাকে ইঙ্গিতে করেই মূলত ‘ডু ইউ মিস মি’ ড্রোন শোতে এই লেখা দেখানো হয়।