ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

জুলাই সনদ চূড়ান্তের আগে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা প্রতিশ্রুতি ভঙ্গের শামিল: এনসিপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ১০:৫৯ পিএম
জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়া জানাতে এনসিপি সংবাদ সম্মেলন করে। ছবি- সংগৃহীত

জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

আজ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। এর প্রতিক্রিয়া জানাতে এনসিপি এ সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে, যেখানে অন্যান্য রাজনৈতিক দলের মতো জাতীয় নাগরিক পার্টিও নিজেদের মতামত তুলে ধরে। এই সংস্কার কার্যক্রম চূড়ান্ত করার লক্ষ্যে ঐকমত্য কমিশন প্রণীত জুলাই সনদের খসড়া কিছুদিন আগে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়। এ বিষয়ে এনসিপি তাদের মতামত তুলে ধরে কমিশনের কাছে জমা দেয়। যদিও জুলাই সনদের খসড়ায় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার কোনো রোডম্যাপ না থাকা তাদের হতাশ করেছে।

জুলাই সনদ নিয়ে আলোচনা চলাকালে প্রধান উপদেষ্টার ‘একপক্ষীয়ভাবে’ নির্বাচনের সময় ঘোষণা এনসিপিকে হতবাক করছে বলে জানান আরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছিলাম। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।’

আরিফুল ইসলাম বলেন, নির্বাচনি রোডম্যাপ প্রকাশের আগেই সরকার সংস্কারবিষয়ক পর্যাপ্ত অগ্রগতি অর্জনের রোডম্যাপ প্রকাশ করবে এমনটাই আশা করেছিল। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে, সে সিদ্ধান্তে না পৌঁছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।

এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, তারা কোনোভাবেই নির্বাচনবিরোধী নন। সেদিক থেকে রোডম্যাপ ঘোষণা ইতিবাচক। তবে যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে বলে মনে করেন তারা।

আরিফুল ইসলাম বলেন, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, যার দায় সরকারকেই নিতে হবে।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ বলেন, মানুষের নতুন রাজনীতিতে এবং বিচার ও সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখন উপজেলা পর্যায়ে তারা তাদের দলীয় কার্যক্রম প্রসারিত করার উদ্যোগ নিয়েছে। এর নাম 'উঠানে নতুন সংবিধান'। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ২৭টি উপজেলায় শুরু হবে। প্রথম ধাপে আগামীকাল ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, নির্বাচন বাংলাদেশের জন্য প্রয়োজন। একই সঙ্গে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পরে নির্বাচনটা হওয়া প্রয়োজন। হয়তো দেখা যাবে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন করতে গিয়ে নির্বাচনি রোডম্যাপ বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের মুখোমুখি অবস্থান তৈরি হবে। ফলে ভবিষ্যতে এ নিয়ে এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব (কোষাধ্যক্ষ) সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির।

এ ছাড়া আতাউল্লাহ, ফরিদুল হক খান, মোহাম্মদ মোরসালীন, রফিকুল ইসলাম, নাহিদ উদ্দিন, আকরাম হুসাইন প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।