ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আখতারের ওপর হামলাকারী সেই আ.লীগ কর্মী আটক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৯:১১ এএম
হামলাকারী। ছবি - সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগের এক কর্মীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। এ ঘটনা দেশি-বিদেশি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ২৮ মিনিটে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে আ.লীগ কর্মী মিজানুর রহমানকে আটক করা হয়। পুলিশ তাকে ঘটনাস্থল থেকে হাতকড়াসহ নিয়ে যায়। জানা গেছে, মিজানুর রহমানের বাড়ি সিলেট জেলায়।

এ ঘটনার বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালাগাল করা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।’

ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে আখতার হোসেন বলেন, ‘আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। অতএব, কারো ভাঙা ডিমে আমাদের কিছু যায়-আসে না।’

পরদিন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। তারা জন্মগত এবং প্রকৃতিগতভাবে সহিংসতায় বিশ্বাসী। তারা যে ‘জুলাই অভ্যুত্থান’পন্থি শক্তির ওপর হামলে পড়বে, তা আমরা জানতাম। এতে আমরা অবাক হইনি।’

এনসিপি নেতা আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার এক বছরে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া শুরু করেছে, সেটি খুবই ধীরগতিতে এগোচ্ছে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা দেশ থেকে পালিয়ে গেছে, তারা এখনো বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ ও দেশের বাইরে থাকা আ.লীগের হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক।’