দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন যৌথভাবে গঠন করতে যাচ্ছে নতুন জোট ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’।
তিন দলের উদ্যোগে গঠিত এ ঐক্য প্রচেষ্টার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে।
জোটের বিষয়ে নিশ্চিত করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপির নেতৃত্বে তিন দলের সমন্বয়ে সংস্কারের পক্ষে নতুন রাজনৈতিক ও নির্বাচনী জোট আসছে। দেশের প্রয়োজনীয় পরিবর্তন এবং জনগণের প্রত্যাশা পূরণে আমরা এক প্লাটফর্মে কাজ করতে চাই।
অন্যদিকে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণে ইচ্ছুকদের নিয়ে এই ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ গড়ে তোলা হচ্ছে। বিকেল ৪টার আনুষ্ঠানিক ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায় সূচনা করবে।
তিনি আরও জানান, ঘোষণার অনুষ্ঠানে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির শীর্ষ নেতাদের পাশাপাশি অন্যান্য সহযোগী রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া বলেন, আপাতত তিনটি দলের সমন্বয়ে জোট হলেও ভবিষ্যতে আরও দল এতে যুক্ত হতে পারে। উদ্দেশ্য একটাই জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রেখে দেশের রাজনৈতিক সংস্কারকে নতুন ধারায় এগিয়ে নেওয়া।
এনসিপির পক্ষ থেকেও বিবৃতিতে জানানো হয়েছে, দেশের নতুন রাজনৈতিক বাস্তবতা, নাগরিক আকাঙ্ক্ষা এবং টেকসই গণতান্ত্রিক কাঠামো তৈরির লক্ষ্যে এই ঐক্য গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটি জানায়, নতুন জোট দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচনী সংস্কার এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে।
জোট গঠনের উদ্যোগকে অনেকে আগামী জাতীয় নির্বাচন এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। পর্যবেক্ষকরা বলছেন, তিন দলের এই ঐক্য ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন