ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

তাড়াশে হামলার মামলায় সাবেক এমপির মামা গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৯:৪৪ এএম
মুঞ্জিল তালুকদার। ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলার মামলায় সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের আপন মামা মুঞ্জিল তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী কর্মসূচির সময় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন বাবু গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় শাহীন বাবু তাড়াশ থানায় মামলা দায়ের করলে মুঞ্জিল তালুকদারকে ওই মামলার অন্যতম আসামি করা হয়। মামলার প্রেক্ষিতে তাড়াশ থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।