ঢাকা: দীর্ঘ ১৪ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি নেতা আবুল হোসেন। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশে আসার পথে এর আগে গত ১২ অক্টোবর সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন।
হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে আবুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
এ সময় বিমানবন্দরে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, জিয়া সেনার সহ-সভাপতি মুসা মণ্ডল, যুবদল নেতা রমজান আলী, দ্বীন ইসলাম, রুবেল হোসেন, ছাত্রদল নেতা আব্দুস সাত্তার, হাসমত আলী, মাহফুজুর রহমান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :