আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। জুলাই-আগস্ট অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার পর ক্ষোভে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে চৌমুহনী বাজারে জনসম্মুখে মুজিব কোট খুলে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দেন তিনি। এসময় চিৎকার করে বলেন, `আজ আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম।
মুজিব কোট পোড়ানোর পর রেজাউল করিম জানান, দল করতে গিয়ে অনেক অপদস্ত, অপমানিত ও লাঞ্চিত হয়েছি। গত ৫ আগস্টের পর আমার আর এ দল ভালো লাগে না। আর কোনোদিন আওয়ামী লীগের নাম মুখে নিবো না। তাই আজ প্রকাশ্য দিনের বেলায় মুজিব কোট পুড়িয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন