মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে চার দিনব্যাপী ৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হতে যাচ্ছে।
আগামী ২৩ মে থেকে যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে (১৫৩-১০ জ্যামাইকা এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) এই বইমেলা শুরু হবে।
এবারের বইমেলায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘ব্লকেড’ খ্যাত আমেরিকান বন্ধু ফিলিস টেইলর।
এতে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন সাহিত্য সমালোচক, দার্শনিক ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং বীরপ্রতীক ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম।
বইমেলার শুভ উদ্বোধন করবেন এ সময়ের জনপ্রিয় কবি ও ঔপন্যাসিক সাদাত হোসাইন।
লেখকদের মধ্যে থাকবেন ঔপন্যাসিক ও নাট্যকার ড. আবদুন নূর, লেখক ও বিতার্কিক বিরূপাক্ষ পাল, কবি ও লেখক ড. আবেদীন কাদের, কবি শামস আল মমীন, কবি, বহুমাত্রিক লেখক ও সাংবাদিক মুস্তাফিজ শফি, লেখক ও সাংবাদিক সরকার কবিরুদ্দীন, মুক্তিযুদ্ধগবেষক ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান প্রমুখ।
এ ছাড়া অনুবাদক নাজমুন নেসা পিয়ারি, কবি জাফর আহমদ রাশেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীম রেজা, কবি ও প্রাবন্ধিক বদরুজ্জামান আলমগীর, কবি জসিম মল্লিক, কথাসাহিত্যিক ফরহাদ হোসেন, কবি ও সাহিত্য সম্পাদক ফারুক আহমেদ, কবি মঈনউদ্দিন মুনশী, লেখক ও সাংবাদিক অভীক সারোয়ার রহমান, লেখক ও প্রকাশক হুমায়ূন কবীর ঢালী, বিনোদন সাংবাদিক তানভীর তারেক, শিশুসাহিত্যিক আশিক মুস্তাফা ও কথাসাহিত্যিক পারমিতা হিম প্রমুখ উপস্থিত থাকবেন।
প্রকাশকদের মধ্যে থাকবেন মনিরুল হক (অনন্যা), আলমগীর সিকদার লোটন (আকাশ প্রকাশন), রেদওয়ানুর রহমান জুয়েল (নালন্দা), জসিম উদ্দিন (কথাপ্রকাশ), সজল আহমেদ (কবি প্রকাশনী), দীপঙ্কর দাশ (বাতিঘর) ও মাহবুবুল হাসান ফয়সল (ঋদ্ধি প্রকাশন)।
অংশগ্রহণকারী অন্য প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- সময় প্রকাশন, আহমদ পাবলিশিং হাউজ, অন্বয় প্রকাশ, প্রথমা প্রকাশন, অঙ্কুর প্রকাশনী, স্টুডেন্ট ওয়েজ, কাকলী প্রকাশনী, কালের চিঠি, শব্দঘর, ঘুংঘুর, পঞ্চায়েত, ইসলাম ইন্টারন্যাশনাল পাবলিকেশন্স ও মুক্তধারা নিউইয়র্ক।
এসব প্রকাশনীর স্টলে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ, ভ্রমণ ও মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে।
বইমেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রতি বছরের ন্যায় এবারও থাকছে লেখক-পাঠক মুখোমুখি আলোচনা, নতুন বই নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠের আসর, কবিতা আবৃত্তি, বিতর্ক, সেমিনার, ওয়ার্কশপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
আমন্ত্রিত শিল্পীদের মধ্যে থাকছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, স্বপ্নীল সজীব, মোহাম্মদ শাহীন হোসেন, কার্তিক চন্দ্র মন্ডল, উচ্ছল ব্যানার্জী প্রমুখ।
এ ছাড়াও থাকছে একুশে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র-এর সৌজন্যে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ‘অমর একুশ : ভাষা-আন্দোলনের সচিত্র ইতিহাস (১৯৪৭-১৯৫৬)’। এই প্রদর্শনীর কিউরেটরের দায়িত্বে রয়েছেন ড. ওবায়েদুল্লাহ মামুন।
নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫-এর আহ্বায়ক সাংবাদিক রোকেয়া হায়দার এবং মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. জিয়াউদ্দীন আহমেদ বাংলাভাষী সবাইকে এই আনন্দঘন মিলনমেলায় অংশ নিয়ে মাতৃভূমি ও মাতৃভাষার সঙ্গে একাত্ম হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                            -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন