ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

২০৪ বাংলাদেশিকে ঢুকতে দিল না মালয়েশিয়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ১১:৪৯ পিএম
বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় ঢুকতে বাধা। ছবি- সংগৃহীত

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ১ ও টার্মিনাল ২-এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (এমসিবিএ) সমন্বিত অভিযানে ২০৪ বাংলাদেশিসহ মোট ২২৯ জন বিদেশি নাগরিককে প্রবেশে বাধা  দিয়েছে মালয়েশিয়া।

মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৭৬৪ জন বিদেশি নাগরিককে স্ক্রিনিং করা হয়। এর মধ্যে ২২৯ জনকে প্রবেশের শর্ত পূরণ না করায় ফিরিয়ে দেওয়া হয়।

প্রবেশে বাধাপ্রাপ্তদের মধ্যে ২০৪ জনই বাংলাদেশি। এছাড়া ভারতের ১৪ জন, শ্রীলঙ্কার ৩ জন, পাকিস্তানের ৩ জন, ইন্দোনেশিয়ার ৩ জন ও কম্বোডিয়ার ২ জন নাগরিক ছিলেন।

এমসিবিএ জানিয়েছে, বুধবার ভোরে ঢাকা থেকে তিনটি ফ্লাইটে কেএলআইএ-তে পৌঁছানো ৬৬ জন বাংলাদেশিকেও প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

প্রবেশ প্রত্যাখ্যানের প্রধান কারণ হিসেবে ভুয়া হোটেল বুকিং, ফেরার টিকিট না থাকা এবং পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হওয়াকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

সংস্থাটির মতে, অধিকাংশই মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা ও কাজ করার উদ্দেশ্যে প্রবেশ সুবিধার অপব্যবহার করছিলেন।

এমসিবিএ জানিয়েছে, প্রবেশপথে নিরাপত্তা ও তদারকি আরও কঠোর করা হবে এবং অবৈধভাবে বিদেশি প্রবেশে সহায়তা করা যে কোনো পক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।