৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) সফরের তৃতীয় দিন নানা কর্মসূচিতে ব্যস্ততায় পূর্ণ থাকবেন তিনি।
দিনের শুরুতেই সকাল ৯টায় তিনি অংশ নেবেন প্রথম দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে। যেখানে আলোচনার বিষয় থাকবে—টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বৈশ্বিক অর্থনীতি গড়ে তুলতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অর্থায়নের প্রতিশ্রুতি।
পরে সকাল ১০টায় তিনি বৈঠক করবেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এর সঙ্গে। এর পর বেলা ১১টায় ‘প্রাথমিক স্বাস্থ্যসেবার রূপান্তরঃ বাংলাদেশের ব্লু প্রিন্ট’ শীর্ষক এক উচ্চপর্যায়ের কর্মসভায় যোগ দেবেন তিনি।
দুপুর ১২টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে এক দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। দুপুর ১টায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি) আয়োজিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নির্বাহী ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু হবে সংস্কার, সহনশীলতা ও প্রবৃদ্ধির অগ্রগতি।
বিকেল ৩টায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আন্তর্জাতিক ফোরাম ক্লাব দে মাদ্রিদ। এরপর বিকেল ৪টায় তিনি বৈঠক করবেন কসোভোর প্রেসিডেন্টের সঙ্গে এবং বিকেল ৫টায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে।
সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের এশিয়া সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হবে বিশেষ সংলাপ— ‘বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক আলাপচারিতা’। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট ও দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিউং হোয়া কাং।
দিনশেষে রাত ৭টা ১৫ মিনিটে তিনি যোগ দেবেন বান কি-মুন ফাউন্ডেশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত নৈশভোজে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন