মালয়েশিয়ার জোহর বাহরুর পেকান নানাস শিবিরে আটক এক অসুস্থ বাংলাদেশির পরিচয় জানতে সহায়তা চেয়েছে বাংলাদেশ হাইকমিশন।
বুধবার (১ অক্টোবর) হাইকমিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে বিশেষ আহ্বান জানায়।
হাইকমিশন জানায়, শিবিরে সেবা দেওয়ার সময় ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। স্বাস্থ্যগত কারণে তিনি কথা বলতে বা লিখতে পারছেন না। শিবির কর্তৃপক্ষের কার্ড যাচাই করেও তার নাম বা পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে দেশে পাঠানোর প্রক্রিয়াও এগিয়ে নেওয়া যায়নি।
পোস্টে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন বা তার আত্মীয়স্বজন সম্পর্কে তথ্য জানেন, তাহলে দ্রুত হাইকমিশনকে জানানোর অনুরোধ করা হচ্ছে।
হাইকমিশন জানিয়েছে, শিবির কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যক্তির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। প্রবাসী বা আত্মীয়স্বজনের তথ্য নিশ্চিত হলে তাকে দেশে ফেরত পাঠানো সম্ভব হবে।
এ ধরনের পদক্ষেপ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুস্থতার নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে হাইকমিশন জানিয়েছে।