ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

একটি টিউবওয়েল চুরি নিয়ে দুই গ্রামের তুলকালাম, আহত ২০

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৭:৪১ পিএম
পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিস্থিতি পুলিশ ও সেনাবাহিনী। ছবি- সংগৃহীত

মাগুরা সদরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন এবং প্রায় ৩০টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও ফরিদপুরে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় দুই গ্রামবাসীর মধ্যে শুরু হওয়া সংঘর্ষ চলে আজ বুধবার সকাল পর্যন্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিক মোল্লা (৪০) নামের এক ব্যক্তি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি করে এক ভাঙ্গারি ক্রেতার কাছে বিক্রি করেন। পরবর্তীতে মিন্টু মোল্লা ভাঙ্গারি ক্রেতার কাছ থেকে টিউবওয়েলটি উদ্ধার করে। চুরির টিউবওয়েলটিকে বিক্রি করা ব্যক্তির নাম জানতে চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। 

এর একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে চুরি হওয়া টিউবওয়েলটিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র লাঠি, ঢাল, সরকি দিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রায় ৩০টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। একইসঙ্গে লুটপাটের ঘটনাও ঘটে।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, ‘কোন্দলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।’ বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।