ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

সালথায় জুয়ার আসরে যৌথ বাহিনীর হানা, আটক ৬

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৮:১৩ পিএম
সালথায় জুয়ার আসর থেকে আটকরা। ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে জুয়া খেলার সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়িকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় নিয়মিতভাবে প্রকাশ্যে জুয়ার আসর বসানো হচ্ছে। এরপর বোয়ালমারী সেনা ক্যাম্প ও স্থানীয় পুলিশের যৌথ টিম অভিযানে নামে।

অভিযানে ইমরুল মুন্সী, মিন্টু মোল্যা, বাবুল মুন্সী, মিজানুর শেখ, আজিজুল শেখ এবং মিরান হোসেন নামে ৬ জনকে আটক করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে নগদ ১৬ হাজার টাকা, চারটি বাটন ফোন, একটি স্মার্টফোন এবং চার সেট তাস উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমাজে অশান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি জনগণকে জুয়া ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।