স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশন, কাতালোনিয়ার মেয়াদোত্তীর্ণ কমিটির দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন '২৫ইং) বার্সেলোনার কাসা বাংলা রেস্টুরেন্টে এই অনুষ্ঠান হয়।
দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এ সময় মেয়াদ শেষ হওয়া কার্যকরী কমিটির পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয় সংগঠনের স্থায়ী উপদেষ্টা পরিষদের সদস্য আফতাব নজরুল ইসলামের কাছে। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফাজ জনি, আমিন আলী রফিক, নজরুল ইসলাম, শফিউল আলম শফি, জাহাঙ্গীর আলম ও এলাইস মিয়া প্রমুখ।
সভায় সদ্য সাবেক কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ আব্দুল মুমিন অ্যাসোসিয়েশনের বিগত বছরের আর্থিক হিসাব উপস্থাপন করেন।
-20250627043554.jpeg)
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন উপদেষ্টা আফতাব নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপদেষ্টা আফাজ জনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান আকবর, সহসভাপতি খোকন উদ্দিন, আব্দুল মুক্তাদির মুক্তি, নুরুল আমিন, সহ সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ফখর উদ্দিন মিনহার, সাংগঠনিক সম্পাদক শুক্কুর আহমদ সেলিম, প্রচার সম্পাদক নোমান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ, আন্তর্জাতিক সম্পাদক মো. অপি নজরুল এবং সদস্য ময়েজ উদ্দিন, সোহেল মিয়া ও ছালাহ উদ্দিন।
নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, নেতৃত্বের ধারাবাহিকতা ও প্রবাসে ব্যবসায়ী সমাজের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সভা শেষে স্থায়ী উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ আগামী ৯০ দিনের মধ্যে নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সংগঠনের সব সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ ছাড়া সভায় আগামী ২০ জুলাই ধারাবাহিক বার্ষিক বনভোজন আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। বনভোজন সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন দায়িত্ব ভাগ করে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন