স্পেন বিএনপির কমিটি ঘোষণাকে ‘একতরফা ও স্বেচ্ছাচারিতামূলক’ আখ্যা দিয়ে কাতালোনিয়া বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনার স্থানীয় একটি হলে মঙ্গলবার (২৭ আগস্ট) আয়োজিত হয় এ প্রতিবাদ সভা।
সভায় অভিযোগ করা হয়, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নির্দেশনা অনুযায়ী কাতালোনিয়া বিএনপির ৬ জন নেতাকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হলেও স্পেন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ১৩ জুলাই হঠাৎ করেই একতরফাভাবে ৫১ সদস্যের কমিটি অনুমোদন করেন।
নেতারা অভিযোগ করেন, নির্ধারিত ৩১ সদস্যের তালিকা পাঠানোর পরও দীর্ঘ বিলম্ব করে শেষ পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কমিটি প্রকাশ করা হয়েছে। তাছাড়া স্পেন বিএনপির সভাপতি প্রথমে বলেছিলেন বৃহত্তর সিলেটের সদস্য বেশি হওয়ায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের কিছু সক্রিয় নেতাকে যুক্ত করতে হবে। কিন্তু বাস্তবে বর্ধিত ২০ জন সদস্যের মধ্যে বৃহত্তর সিলেটেরই ১০ জনকে যুক্ত করা হয়েছে। এমনকি যারা কোনোদিন বিএনপির সভায় উপস্থিত হননি, সেই সব নিষ্ক্রিয় ব্যক্তিকেও যুগ্ম আহ্বায়ক পদে বসানো হয়েছে। এমনকি নির্ধারিত যুগ্ম আহ্বায়ক হারুন রশিদকে তৃতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নামিয়ে দেওয়া হয় এবং সক্রিয় নেতা ফয়জুল ইসলাম মাসুককে তালিকা থেকে সরিয়ে অপমানজনকভাবে নিচের স্থানে রাখা হয়।
আরও অভিযোগ করা হয়, কমিটি প্রকাশের পর তিনজন নেতা যৌথভাবে পুনর্বিবেচনার আবেদন করলেও কোনো জবাব দেওয়া হয়নি। এ ছাড়া ১৮ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নেওয়ার কারণে কাতালোনিয়ার ত্যাগী নেতা এইচ এম রায়হানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, যা নেতাদের কাছে অগণতান্ত্রিক বলে মনে হয়েছে।
সভায় বক্তারা বলেন, কিছু ব্যক্তি ব্যক্তিস্বার্থে তোষামোদ করে পদে বসছেন, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। আমরা চাই প্রকৃত ত্যাগী নেতাদের মূল্যায়ন হোক এবং চাপিয়ে দেওয়া কমিটি পুনর্বিবেচনা করা হোক।
সভায় সভাপতিত্ব করেন কাতালোনিয়া বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাশা এবং পরিচালনা করেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব শিপলু আহমেদ নিয়াজী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা বশীর আহমদ। সভায় উপস্থিত ছিলেন হারুন রশিদ, নজরুল ইসলাম, এইচ এম রায়হান আহমেদ, শাহজাহান আহমেদ, আবু বকর মধু, আলী আসকর, নোমান আহমদ, রিপন তালুকদার, আবু তুহিন, শহীদুল ইসলাম, শরীফ উদ্দিন লিটন, ইঞ্জিনিয়ার হুসেন আহমেদ, আমির হোসেন, লুৎফুর রহমান, সুমন তালুকদার, তারেক রহমানসহ দেড় শতাধিক নেতাকর্মী।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন