নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ২০২৫ সালের মেট গালা। বিশ্বের সবচেয়ে জমকালো ফ্যাশন ইভেন্ট। আর এবারই প্রথম এই লাল গালিচায় হাঁটলেন বলিউড সুপারস্টার- কিং খান। এটাই ছিল শাহরুখ খানের মেট গালা অভিষেক।
সোমবার সন্ধ্যায় (ভারতীয় সময় মঙ্গলবার ভোররাতে) শুরু হওয়া এ অনুষ্ঠানে শাহরুখ হাজির হন ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের বিশেষ ডিজাইন করা পোশাকে।
পুরো কালো রঙের ক্লাসিক স্যুটে তার উপস্থিতি ছিল নজরকাড়া।
পোশাকের বর্ণনায় দেখা যায়- কালো সিল্কের ভি-নেক শার্ট, কালো কোমরবন্ধ, টেলকোট, সঙ্গে ভারী গহনার সমাহার ও হাতে একটি ছড়ি। তার গলায় ‘কে’ লেখা পেনডেন্ট ছিল বিশেষ আকর্ষণ। লুকে ছিল একদিকে রাজার জাঁকজমক, অন্যদিকে ছিল ‘বাঙালি বাবু’র ছোঁয়া।
এ লুকে শাহরুখ যেন নব্বইয়ের দশকের স্মৃতিকে ফিরিয়ে আনলেন ভক্তদের মনে। শাহরুখ হলেন ভারতের প্রথম পুরুষ অভিনেতা, যিনি মেট গালার লাল গালিচায় নিজস্ব ঢংয়ে ইতিহাস গড়লেন।
মেট গালার এবারের থিম ছিল: ‘Superfine: Tailored for You’। এ থিমের সঙ্গে সব্যসাচীর পোশাকে শাহরুখ পুরোপুরি মানিয়ে গেছেন। ডিজাইনারের মতে, ‘এই বিশ্বের অন্যতম ফেমাস পুরুষ হলেন শাহরুখ খান।’
গত বছর এই একই মঞ্চে সব্যসাচীর শাড়িতে নজর কাড়েন আলিয়া ভাট। এবার সেই জৌলুস যেন আরও এক ধাপ বাড়িয়ে দিলেন শাহরুখ।
প্রতি বছর নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের কস্টিউম ইনস্টিটিউটে এই গালা অনুষ্ঠিত হয়। ফ্যাশন দুনিয়ার তারকারা, ডিজাইনার, মডেল ও সেলিব্রিটিরা এখানে অংশ নেন। এ বছর শাহরুখ ছাড়াও বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া ও কিয়ারা আদভানিও এই ইভেন্টে অংশ নিয়েছেন।