শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৫:১৭ এএম

নবিজী (সা.) মসজিদে যেতে যেতে যে দোয়া পড়তেন

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৫:১৭ এএম

মসজিদ। ছবি- সংগৃহীত

মসজিদ। ছবি- সংগৃহীত

নামাজ আদায়ের সময় ঘর থেকে মসজিদে যাওয়ার পথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়তেন। এই দোয়ায় আল্লাহর নূর, দয়া ও রহমতের জন্য প্রার্থনা করা হয়।

আমরা চাইলে মহানবীর এই সুন্নত অনুসরণ করে মসজিদে যাওয়ার পথে একই দোয়া পড়তে পারি, যা আমাদের অন্তরকে আলোকিত করে এবং আত্মাকে শান্তি দেয়।

মসজিদে যাওয়ার পথে পড়ার দোয়া

আরবি: اَللهُمَّ اجْعَلْ فِىْ قَلْبِىْ نُوْراً وَفِىْ لِسَانِى نُوْراً وَاجْعَلْ فِىْ سَمْعِىْ نُوْراً وَاجْعَلْ فِىْ بَصَرِىْ نُوْراً وَاجْعَلْ مِنْ خَلْفِىْ نُوْراً وَمِنْ أَمَامِىْ نُوْراً وَاجْعَلْ مِنْ فَوْقِىْ نُوْراً وَ مِنْ تَحْتِىْ نُوْراً اَللهُمَّ أَعْطَنِىْ نُوْراً

উচ্চারণ: আল্লাহুম্মা জআল ফি কালবি নুরাও ওয়া ফি লিসানি নুরাও ওয়াজআল ফি সাময়ি নুরাও ওয়াজআল ফি বাসারি নুরাও ওয়াজআল মিন খালফি নুরাও ওয়া মিন আমামি নুরাও ওয়াজআল মিন ফাউকি নুরাও ওয়া মিন তাহতি নুরা। আল্লাহুম্মা আ’তিনি নুরা।

অর্থ: হে আল্লাহ! আমার অন্তরে নূর দান করুন, আমার জিহ্বায় নূর দান করুন, আমার কানে নূর দান করুন, আমার চোখে নূর দান করুন, আমার পেছন থেকে নূর দান করুন, আমার সামনে থেকেও নূর দান করুন, আমার ওপর থেকে নূর দান করুন, আমার নিচ থেকেও নূর দান করুন। হে আল্লাহ! আমাকে নূর দান করুন। (সহিহ মুসলিম)

দোয়ার উৎস: হজরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি এক রাতে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ছিলেন। এরপর তিনি হাদিসটির দীর্ঘ বিবরণী তুলে ধরেন। তিনি ওিই রাতে তার খালা মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলেন। উদ্দেশ্য ছিল- আল্লাহর রাসুল! রাতের বেলা কিভাবে নামাজ আদায় করেন; তা দেখা।

ওই বর্ণনায় উল্লেখ করা হয়েছে, ‘এরপর মুয়াজ্জিন আজান দিলে, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়া পড়তে পড়তে নামাজের উদ্দেশ্যে (ঘর থেকে) বেরিয়ে যান। (আর এ দোয়াটি পড়তে থাকেন)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, আজান শোনার পর নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে মসজিদে যেতে যেতে এ দোয়াটি পড়ে আল্লাহর নুর কামনা করা। হাদিসের উপর আমল করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

মসজিদে প্রবেশের সময় পড়ার দোয়া

আরবি: بِسْمِ اللهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ، اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহ লী আবওয়াবা রাহমাতিক।

অর্থ: ‘আল্লাহর নামে মসজিদে প্রবেশ করছি। আল্লাহর রাসুলের ওপর সালাত ও সালাম বর্ষিত হোক। হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।’

মসজিদ থেকে বের হওয়ার সময় পড়ার দোয়া

আরবি: بِسْمِ اللهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ، اَللّٰهُمَّ إِنِّي أَسْئَلُكَ مِنْ فَضْلِكَ

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিকা।

অর্থ: ‘আল্লাহর নামে মসজিদ থেকে বের হচ্ছি। আল্লাহর রাসুলের ওপর সালাত ও সালাম বর্ষিত হোক। হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করি।’

Link copied!