পুলিশ ও সেনাবাহিনীর হাতে মারধরের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ভিডিওটি ভুয়া।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় দাবিটি ভুয়া।

রিউমর স্ক্যানার জানায়, জনতা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সাম্প্রতিক সময়ে মারধরের শিকার হননি নাহিদ ইসলাম বরং, ভিন্ন ঘটনার ভিডিও (যেখানে নাহিদ উপস্থিতই ছিলেন না) দিয়ে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।
তারা জানায়, মূল ধারার একটি গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে গত ২৬ ফেব্রুয়ারির একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। নতুন ছাত্রসংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। তবে ভিডিওটি পর্যবেক্ষণ করে নাহিদ ইসলামের উপস্থিতির প্রমাণ মেলেনি। নাহিদ ইসলাম সম্প্রতি জনতা, পুলিশ বা সেনাবাহিনীর হাতে মারধরের শিকার হয়েছেন শীর্ষক দাবিটির বিষয়ে কোনো তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। সুতরাং, নাহিদ ইসলাম জনতা, পুলিশ ও সেনাবাহিনীর হাতে মারধরের শিকার হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

 
                             
                                    -20241225090900.jpg)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন