বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ১১:২২ এএম

দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনার ভিডিও বার্তা, যা জানা গেল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ১১:২২ এএম

দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনার ভিডিও বার্তা, যা জানা গেল

ছবি: সংগৃহীত

সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর কাছে দোয়া চাইলেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।  তবে সেই তথ্যটি  ভুয়া বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।  

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনার বিটিভি ভবন পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং-এর ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে তাতে কথা Com নামক লোগো লক্ষ্য করা যায়৷ উক্ত সূত্র ধরে কথাCom নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৩০ আগস্ট ‘দেশবাসীর কাছে দোয়া চেয়ে কেন্দে দিলেন প্রধানমন্ত্রী: Sheikh Hasina’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।  ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া গেছে।

ভিডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, দেশবাসীকে বলি আপনারা দোয়া করেন এই যে জঙ্গিবাদ আর এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায়। মানুষের জীবনে যেন শান্তি আসে। সবাইকে ধন্যবাদ।

পরবর্তীতে, ইলেকট্রনিক গণমাধ্যম মাই টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৬ জুলাই ‘বিটিভি ভবনের ধ্বংসযজ্ঞ নিজ চোখে দেখলেন প্রধানমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত ভিডিওতে প্রেস ব্রিফিংয়ের বিস্তারিত ভিডিও পাওয়া যায়।

এই ভিডিও থেকে জানা যায়, শেখ হাসিনা বিটিভিতে আগুন লাগানোর ঘটনাকে নিন্দা জানিয়ে জঙ্গিবাদ আখ্যা দেন এবং দেশবাসীকে এই জঙ্গিবাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতে বলেন।

সুতরাং, শেখ হাসিনার সাম্প্রতিক সময়ের দেশবাসীর কাছে দোয়া চাওয়ার দাবিতে জুলাই আন্দোলনের সময়ের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

আরবি/এসবি

Link copied!