জুলাই-আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে একটি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চারপাশে কুচক্রী বলয় তৈরি করেছে বলে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, প্রফেসর ইউনূস ৮৪ বছর বয়সি একজন সম্মানীত ও সমাদৃত ব্যক্তিত্ব। তার জীবনে যত অর্জন তা সবই নিজ যোগ্যতার ফসল। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের আগে স্বৈরাচার হাসিনার সৃষ্ট আইনি ঝামেলা ছাড়া অন্য কোনো সমস্যায় পড়েননি তিনি। কারণ তখন সবসময়ই তার আশপাশে বিশ্বস্ত, শিক্ষিত, সৎ মানুষেরা ছিলেন।
জুলকারনাইন আরও বলেন, ৩-৪ জন মানুষ প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণের পর একটি টক্সিক সার্কেল তৈরি করেছে। এদের পরিচয় আমি আগেও জানিয়েছি, নতুন করে জানানোর কিছু নেই।
নূরুল ইসলাম ভূঁইয়া ছোটন ও আরও কয়েকজন কুচক্রীর পরামর্শে, এরা প্রতিনিয়ত প্রফেসর ইউনূসের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব, বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে বিষোদগার তৈরি করছে। এরা এতটাই উচ্চাভিলাষী যে, দেশের মূলধারার কোনো রাজনৈতিক দলের অস্তিত্বই তারা রাখতে চায় না এবং সামরিক বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। লক্ষ্য করলেই বুঝতে পারবেন কারা প্রতিনিয়ত সেনা নেতৃত্ব, বিএনপির নেতৃত্ব, জামায়াত নেতৃত্ব—প্রত্যেককে ভিলিফাই করেছে এবং করে চলেছে। এরা সবাই একসূত্রে গাঁথা।
তিনি আরও বলেন, হাসিনা শাসনামলে যেভাবে গুম-খুন-নির্যাতনের মাধ্যমে দেশে একটা ভয়ের চক্র গড়ে তুলেছিল, এই ছোটন চক্র দেশে তেমনি একটা সার্কেল তৈরি করেছে, যা জনমনে ঘৃণা ও অজানা আতংকের সৃষ্টি করেছে। আশা করছি, প্রফেসর ইউনূস যেন সম্মানের সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব সফলতার সঙ্গে সম্পন্ন করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রভার হস্তান্তর করতে পারেন।
তিনি বলেন, আমাদের দেশের নিরাপত্তা বাহিনী ও এর নেতৃত্বের প্রতি আস্থা রাখুন, তারা আপনাদের নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20251031183405.webp) 
        
        
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন